• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

অনেকেই জানতে চান বইয়ের দোকানের এই নাম কেন।
হরিৎ (হরিত) থেকে এসেছে শব্দটা — হারিত (হারীত পুরোনো বানান)। হরিৎ মানে সবুজ, আর হারিত/হারীত মানে সবুজ রঙের, সবুজ বর্ণবিশিষ্ট।
সূত্র:- সংসদ বাংলা অভিধান ও বঙ্গীয় শব্দকোষ :হরিচরণ বন্দ্যোপাধ্যায়

আমরা বর্তমান পৃথিবীতে এক কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে সবুজের বড় অভাব – পরিবেশে ও আমাদের জীবন-যাপনে। সেখানে আমাদের প্রচেষ্টা জীবনকে আরো একটু সবুজাভ করা, ভিতরে ও বাইরে। আপনাদের ব্যস্ত জীবনে যেসব ভালোলাগাগুলো সহজলভ্য নয় বলে হারিয়ে যাচ্ছে – তা আবার ফিরিয়ে আনা।
তারই প্রথম ধাপ হিসেবে –
২০১৯ সালের শেষে আমাদের এই অনলাইন বিপণির যাত্রা শুরু। প্রধানত বাংলা বই সারা ভারতে এবং বিদেশে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে। তার কিছুদিন পরেই শুরু হয় অতিমারি। সেই পরিস্থিতিতে সীমাবদ্ধতার মধ্যেই চলতে থাকে আমাদের কাজ।

যে বইগুলো সহজলভ্য নয়, বিশেষত অনলাইনে – কলেজে স্ট্রিট বা বইমেলায় গিয়ে খুঁজে খুঁজে কিনতে হয়, আমরা চেষ্টা করি সেই বইগুলোর সন্ধান পাঠকের কাছে পৌঁছে দিতে।

অর্থাৎ, যে বই আমি, আপনি খুঁজে কিনি, আমরা চাই সেসব বই আপনার ঠিকানায় পৌঁছে দিতে।
ছোট-বড়, নতুন-পুরোনো, কলকাতা ও কলকাতার বাইরে থেকে প্রকাশিত সব বই আমরা খুঁজে ফিরি।

ভবিষ্যতে আমরা নিয়ে আসতে চাই আপনাদের জন্য নানা “সবুজাভ” প্রডাক্ট। আপনার পছন্দের যে জিনিস বাড়ি বসে সংগ্ৰহ করতে চান তা জানাতে পারেন আমাদের।