রাজনৈতিক প্রবন্ধ – গৌতম নওলাখা
Publisher : Mehanati - মেহনতি
কভার ইমেজ: মুস্তাফা কুরেশি
কভার ডিজাইন: অরিন্দম দে
বর্ষীয়ান সাংবাদিক এবং মার্কসবাদী চিন্তাবিদ গৌতম নওলাখা ২০২০ সালে ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত হয়ে বন্দী হন। গুরুতররূপে অসুস্থ হওয়া সত্ত্বেও জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এবং ভারত রাষ্ট্র তাঁকে এবং এই মামলায় তাঁর সহ অভিযুক্তদের ‘আর্বান নকশাল’, ‘রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক মস্তিষ্ক’ ইত্যাদি তকমা লাগিয়ে বারবার জামিনের আবেদন খারিজ করেছে। আলোচ্য বইটিতে ভারতের মাওবাদী রাজনৈতিক দলের বিকাশ এবং রাষ্ট্রের সঙ্গে তাদের দ্বন্দ্বের প্রশ্নটিকে যে আঙ্গিকে লেখক হাজির করেছেন তা নিঃসন্দেহে পাঠকদের চিন্তার রসদ যোগাবে।
Publisher | Mehanati - মেহনতি |
Binding | Paperback |
Language | Bengali |
বর্ষীয়ান সাংবাদিক এবং মার্কসবাদী চিন্তাবিদ গৌতম নওলাখা ২০২০ সালে ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত হয়ে বন্দী হন। গুরুতররূপে অসুস্থ হওয়া সত্ত্বেও জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এবং ভারত রাষ্ট্র তাঁকে এবং এই মামলায় তাঁর সহ অভিযুক্তদের ‘আর্বান নকশাল’, ‘রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক মস্তিষ্ক’ ইত্যাদি তকমা লাগিয়ে বারবার জামিনের আবেদন খারিজ করেছে। জনগণের ন্যায়সঙ্গত লড়াইয়ের পক্ষে দাঁড়িয়ে গৌতম নওলাখা দীর্ঘদিন ধরেই তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে দৃঢ় বক্তব্য রেখে চলেছেন। অতীতেও নেপালের মাওবাদী আন্দোলনের সমর্থনে দাঁড়ানোর কারণে তাঁকে জেলে থাকতে হয়েছিল৷ কাশ্মীরী জনগণের স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের পক্ষে আওয়াজ ওঠানোর জন্য ‘বিচ্ছিন্নতাবাদী’, ‘দেশদ্রোহী’ প্রভৃতি বিশেষণ শুনতে হয়েছিল। একই ভাবে বস্তার সহ দন্ডকারণ্যের আদিবাসী জনগণের জল জঙ্গল জমি ইজ্জত অধিকার রক্ষার আন্দোলন এবং মাওবাদী আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে এবং তাঁদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরোধীতা করে তিনি EPW সহ বিভিন্ন পত্রিকায় ধারাবাহিকভাবে লেখালেখি করেছেন, ‘Rebellion in the Heartland of India’, ‘Days and Nights with Maoist Guerillas’ প্রমুখ বই রচনা করেছেন। বর্তমান সংকলনের প্রবন্ধগুলোও ২০১৪-১৫ সালে EPW পত্রিকায় ধারাবাহিকভাবে লেখা। ২০১৬ সালে ‘ঈক্ষণ’ পত্রিকার পক্ষ থেকে এই প্রবন্ধগুলোর অনুবাদের বাংলা সংস্করণ প্রকাশিত হয়। অনুবাদে কিছু ত্রুটি থাকায় সেইগুলোকে সংশোধন, সংযোজন করে মেহনতির পক্ষ থেকে পুনর্মুদ্রণ করা হয়েছে। আলোচ্য বইটিতে ভারতের মাওবাদী রাজনৈতিক দলের বিকাশ এবং রাষ্ট্রের সঙ্গে তাদের দ্বন্দ্বের প্রশ্নটিকে যে আঙ্গিকে লেখক হাজির করেছেন তা নিঃসন্দেহে পাঠকদের চিন্তার রসদ যোগাবে।
Book Review
There are no reviews yet.