অপ্রকাশিত : কামরুল হাসান
Publisher : Yuktakshar Prakashani-যুক্তাক্ষর প্রকাশনী
প্রচ্ছদ : প্রদীপ দত্ত
কিংবদন্তি পটুয়া শিল্পী কামরুল হাসান ১৯৭১ সালে কলকাতায় বসে অসংখ্য রেখাচিত্র আঁকেন। অবশেষে বিস্মৃতির আস্তরণ সরিয়ে সেই সব ছবি পাঠক এবং শিল্পপ্রেমীদের কাছে নিয়ে এসেছেন প্রদীপ দত্ত তাঁর ‘অপ্রকাশিত কামরুল হাসান’ বইটিতে।
Publisher | Yuktakshar Prakashani-যুক্তাক্ষর প্রকাশনী |
ISBN | 978-93-6013-379-5 |
Pages | 130 |
Binding | Hardbound |
Language | Bengali |
তাই আদ্যন্ত বাঙালি বাংলা সংস্কৃতির ধারক পটুয়া শিল্পী কামরুলই বলতে পারেন, ” আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় ছবি আঁকি। আমি বিদেশী ভাষা জানি না, আমি বিদেশী ভাষায় ছবি আঁকতে জানি না”।
প্রতিনিয়ত নিরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলাই ছিল তাঁর শিল্পচর্চার বৈশিষ্ট। প্রাচ্য ও পাশ্চাত্যের শিল্পাদর্শ ও শিল্পরীতির এক অপূর্ব সমন্বয় ঘটেছিল তাঁর চিত্রশিল্পে।
শুধু ছবি এঁকেই ক্ষান্ত ছিলেন না কামরুল, তিনি ছিলেন রাজনৈতিকভাবে সচেতন একজন মানুষ।একজন সমাজ সচেতন শিল্পী হিসাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে, সংগঠন গড়ে তোলায়ও অংশ নিয়েছেন। এক সাক্ষাৎকারে শাহরিয়ার কবির তাঁকে প্রশ্ন করেছিলেন, “কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এলে তো আপনার বহু শিল্পকর্ম বাতিল করে দেবে ।” এর উত্তরে কামরুল বলেন, ” যে সমাজ ব্যবস্থায় দেশের মানুষ না খেয়ে থাকবে না, পরবার মতো কাপড় পাবে, থাকার মতো ঘর পাবে, শিক্ষা, চিকিৎসা পাবে সেই সমাজের জন্য যত বড় ত্যাগ স্বীকার করতে হোক না কেন আমি রাজী আছি। আমি জানি আমার বহু ছবিতে একান্তভাবে আমার আবেগ-অনুভূতির প্রকাশ ঘটেছে। সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সেসব বাতিল হলে আমার কোন দুঃখ থাকবে না। সেই সমাজে ছবিও হবে অন্য রকম। সবাই যখন পোস্টার আঁকবে আমি তখন ব্যক্তিগত অনুভূতির চর্চা করবো এটা তো হতে পারে না।”
কামরুল হাসানের জীবনের অনেক না জানা কথা এবং অপ্রকাশিত অসংখ্য ছবির সম্ভার এই বই। পাতায় পাতায় রয়েছে অসংখ্য রঙিন ছবি। অবশ্যই সংগ্রহে রাখার মতো একটি বই।