• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস

Author : Akhtaruzzaman Elias
Publisher : Naya Udog - নয়া উদ্যোগ
400.00
Share:

 
Publisher Naya Udog - নয়া উদ্যোগ
ISBN 81-85971-23-4
Binding Hardbound
Language Bengali

আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম, ১৯৪৩-এর ১২ ফেব্রুয়ারি বগুড়ায়। এখন ঢাকা কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। বাংলাদেশ লেখক শিবির’ ও সংগঠনের ত্রৈমাসিক পত্রিকা ‘তৃণমূল’-এর সম্পাদক আখতারজ্জামান। এ সমস্ত তাঁর প্রসঙ্গে তথ্যের যোগানমাত্র। আর, সে তথ্য আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যকৃতির সঙ্গে পরিচিত পাঠকদের কাছে নিরর্থক মনে হয়, কেননা তাঁর গল্পে উপন্যাসে বিবৃত-অভিজ্ঞতায় পাঠক মুখোমুখি হয় এক বৃহত্তর বহুমাত্রিক সামাজিক বয়ানে।

বেশ কয়েক বছর আগে প্রকাশিত দীর্ঘ এক আলাপচারিতায় জানিয়েছিলেন তিনি “যে কোনো মানের বা যে কোনো প্রকৃতির বা যে কোনো স্বভাবের শিল্পী মানুষের সংকট দেখতে দেখতে তার নিরন্তর সংগ্রামের নিয়মটির অনুসন্ধান করেন। এই অনুসন্ধানই তাঁর কাজ এবং এই কাজের বেতন হলো অনুসন্ধান করার স্পৃহা। অনুসন্ধানের শক্তিকে অনুভব করাই তাঁর। সবচেয়ে বড়ো পুরস্কার”। আর তাই, ইচ্ছাসুখ কল্পিত কোনো আখ্যান রচনা নয়, নির্মিত – আত্মজীবনের মৌল, তার কৃৎকৌশলের সন্ধানই তাঁর কাছে সৎ-ভাবুক হিসেবে লেখক হিসেবে একমাত্র কাজ বলতে যদি কিছু বোঝায় তা-ই।

আমাদের গল্পে, উপন্যাসে যে একরৈখিক বিরণের সঙ্গে আমরা পরিচিত আখতারুজ্জামান স্বেচ্ছায় সেই স্রোতের বিপরীতে যাত্রা করেন। “দেশের কি জাতির সংস্কৃতির গোড়ায় না গিয়ে যদি নিজের আর বন্ধুদের আর আত্মীয় স্বজনের স্যাতাসেতে দুঃখবেদনাকেই লালন করি তো তাতে হয়তো মধ্যবিত্ত কি উচ্চবিত্তে সাময়িক উত্তেজনা সৃষ্টি হবে, কিন্তু তা থেকে তারা নিজেদের জীবনযাপনে যেমন কোনো অস্বস্তি বোধ করবে না, তেমনই পাবে না কোনো প্রেরণাও”। পরিচিত, সহজগ্রাহ্য এই ছক থেকে সজ্ঞান, স্বেচ্ছাকৃত বিপ্রতীপ যাত্রায় সমাজ-মানুষ- ইতিহাসকে দেখতে পান তিনি এক গভীর পর্যবেক্ষণী দৃষ্টিতে, যে-নিরীক্ষণ বুঝি-বা কোনো সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ কি সমাজবিজ্ঞানীর ক্ষেত্র-গবেষণার সমতুল। সময় মানুষ ঘিরে সমাজের যে চরিত্র তার সন্ধানেই প্রচলিত বয়ান থেকে, জীবনযাপনের আপাত-দৈনন্দিনতা থেকে উপকরণ সংগ্রহ করে তিনি আমাদের দীক্ষিত করেন দেশ-কাল-মানুষেরই অপর- এক সমান্তরাল বয়ানে।

আমাদের এই জটিল, যন্ত্রণাদীর্ণ, ব্যথাময় সময়ের এমনই এক বৃত্তান্তকার আখতারুজ্জামান যিনি, কবি-জননীর মতোই সময় পৃথিবী মানুষের আখ্যান বর্ণনায় হেঁটে গেছেন কড়া গদ্যের জগতে।

হাতে গোনা যে কটি চিরায়ত সাহিত্যকৃতি আমাদের রচিত হয়েছে ‘খোয়াবনামা’ তাদেরই সগোত্র। দেশভাগ- তেভাগা আধিয়ার নিম্নবর্গীয় জীবনযাপন ও বিশ্বাসের আখ্যান যেমন সেরকমই বাংলার সাধারণ মানুষ সৃষ্ট সমাজেতিহাসের এক বিস্তৃত দলিল এই মহাকাব্যোপম রচনা। আত্মমগ্ন এই কথকের বর্তমান উপন্যাস বাংলা সাহিত্যের মনস্ক পাঠকের, বাংলার ইতিহাসের স্বরূপসন্ধানীদের যথাযোগ্য সমাদর ও মর্যাদা লাভ করবে প্রকাশক হিসেবে এই আমাদের গভীরতর বিশ্বাস।

Book Review

Be the first to review “খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.