• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

BimanChand Mullick - বিমানচাঁদ মল্লিক:

বিমানচাঁদ মল্লিক:
জন্ম তারিখ, ১ পৌষ ১৩৪০: ১৭ ডিসেম্বর ১৯৩৩
১৯৬০ সাল থেকে লন্ডনপ্রবাসী। বিদেশবাসের প্রথম চার বছর ছিলেন আর্ট স্কুলের ফুল-টাইম ছাত্র ও একটি চায়ের দোকানের সর্বনিম্নস্তরের ফুল টাইম কর্মী।
১৯৬৯ সালে ব্রিটিশ পোস্ট অফিসের জন্য গাঁধী স্মারক ডাকটিকিট ডিজাইন করেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী ও ব্রিটিশ ডাক বিভাগের সাবেক ভারপ্রাপ্ত মন্ত্রী জন স্টোনহাউসের আমন্ত্রণে ১৯৭১ সালে নব প্রতিষ্ঠিত বাংলাদেশের জন্য প্রথম আটটি ডাকটিকিটের পরিকল্পনা ও সেগুলি রচনা করেন। তিনি মনে করেন শিল্পী হিসেবে এটাই তাঁর সব থেকে গুরুত্ব পূর্ণ কাজ।
১৯৮৮ সালে বায়ুদূষণমুক্তি আন্দোলনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরস্কার লাভ করেছেন। একই কারণে তাঁর সঙ্গে একই পুরস্কার পেয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার আর কিউবার প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রো।
চিত্রচর্চার সঙ্গে তিনি দীর্ঘদিন ইংল্যান্ডের মিসেক্স বিশ্ববিদ্যালয়, কিংস্টন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষায়তনে অধ্যাপনা করেছেন।
২০০৬ সালে ৭২ বছর বয়েসে লন্ডন ম্যারাথনে যোগদান করে ২৬.২ মাইলের (৪২.১৯৫ কি.মি.) দূরত্ব অতিক্রম করেছেন। অতিক্রমের সেই মুহূর্তটি ধরা পড়েছে তাঁর পরিচিতির ছবিতে।
২০১২ সালে বাংলাদেশ সরকারের ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ লাভ করেছেন। একই পুরস্কার পেয়েছেন মাদার তেরেসা, পণ্ডিত রবিশংকর ও শ্রী জ্যোতি বসু।।
এখন ছবি দিয়ে ছড়া লেখেন আর ছড়া দিয়ে ছবি আঁকেন আর যে সব শিশুরা বাংলা পরিবেশের বাইরে বড় হচ্ছে তাদের জন্য বাংলা বই রচনা করছেন।

Showing the single result