• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

Jayanta Kumar Burman - জয়ন্ত কুমার বর্মন

জন্ম ১৯৭২, কুচবিহার জেলার তুফানগঞ্জে। বর্তমানে সিকিম বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের সহঃ অধ্যাপক এবং উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব ভারতের লোকসংস্কৃতি গবেষণায় লেখক দীর্ঘকাল ধরে নিযুক্ত। ২০১২ সালে ভাওয়াইয়া সংগীত একাডেমী ও পরিষদ স্থাপন করেন ‘কুচবিহার জেলার’ বারকোদালী গ্রামে। ভাওয়াইয়ার একটির ছয় বছরের পাঠক্রম চালু করা হয় এই পরিষদের মাধ্যমে। আগামী দিনে লেখকের মুখ্য পরিকল্পনা একটি লোকসংগ্রহশালা ও গবেষণাকেন্দ্র স্থাপন। এই কাজের জন্য বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমীর পক্ষ থেকে তাকে ‘কছিমুদ্দীন’ এওয়ার্ড প্রদান করা হয়। লেখকের ভাওয়াইয়া ও লোকশিল্পী গীতিকার-সুরকার হিসেবে সুখ্যাতি আছে।

Showing the single result