• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

Leela Majumder - লীলা মজুমদার

লীলা মজুমদারের জন্ম ১৯০৭ সালের ২৬ ফেব্রুয়ারি। প্রথম গল্প লেখেন ‘লক্ষ্মী ছেলে’ পারিবারিক পত্রিকা ‘সন্দেশ’-এর জন্য। প্রকাশিত হয় ‘দিন দুপুরে’। প্রায় চল্লিশ বছর সম্পাদনা করেছেন ‘সন্দেশ’ পত্রিকার।

ষাটের দশকে ওঁর লেখা ‘আর কোনখানে’ বইটির জন্য পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার। আশির দশকের শেষ দিকে বিশ্বভারতী কর্তৃক
পেয়েছিলেন ‘দেশিকোত্তম’ সম্মান। ওঁর বিখ্যাত কয়েকটি লেখা— টং লিং, হলদে পাখির পালক, পাকদণ্ডী, খেরোর খাতা, আমিও তাই, সব ভুতুড়ে, গুপির গুপ্তখাতা, বাতাসবাড়ি, নাকু গামা, শ্রীমতী, জোনাকি, ভুতোর ডাইরি, গুপি পানুর কীর্তিকলাপ প্রভৃতি।

শতবর্ষ ছুঁইছুই সময়ে ২০০৭ সালের ৫ এপ্রিল নিরানব্বই পূর্ণ বয়সে প্রয়াত হন লীলা মজুমদার।

Showing all 17 results