• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

Dr. Biswajit Roy

জন্ম 1982, নদিয়া জেলার রাণাঘাট। বিগত এক দশক ধরে ইতিহাস ও ভূগোল শাস্ত্রের মেলবন্ধন ঘটাতে এবং ভূপ্রত্নতত্ত্ব (Geoarchaeology) নামের, এখনো পর্যন্ত, স্বল্পালোচিত শাস্ত্র গবেষণায় আত্মনিয়োজিত। বহু শতাব্দী পূর্বের হারিয়ে যাওয়া জলনির্গম প্রণালী এবং তার সাথে মাটির তলায় চাপা পড়ে যাওয়া সভ্যতার উজ্জল নিদর্শনসমূহ উদ্ধার, আবিষ্কার ও বিশ্লেষণকে একটি প্রথাবদ্ধ রূপদানের প্রচেষ্টায় তাঁর গবেষনা ব্যাপ্ত থেকেছে। বহুসংখ্যক জাতীয় ও আন্তর্জাতিকস্তরের গবেষণা প্রবন্ধ এবং মৌলিক প্রবন্ধ সংকলন প্রকাশিত। প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে ‘ভোগবাদী দর্শন জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক মানুষ’ (2014) উল্লেখের দাবি রাখে। প্রবন্ধ পত্রিকা ‘ বহুভাষ’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বর্তমানে Society for Heritage Archaeology and Management (SHAM) এর ভূপ্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সম্পাদক।

Showing the single result