• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

Indra Bahadur Rai

ভারতীয় নেপালি সাহিত্যে ইবরা (ইন্দ্র বহাদুর রাই-এর আদ্যক্ষর)-র উজ্জ্বল উপস্থিতি। নেপালের বাইরে ভারতের দার্জিলিং-ডুয়ার্স, আসাম ও দেরাদুনে নেপালি সাহিত্যের সুগভীর চর্চা ছিলো। দার্জিলিং তার প্রাণকেন্দ্র। ইবরা নিজেকে নিয়োজিত করেন নানা ফর্ম নিয়ে লেখালেখির পরীক্ষানিরীক্ষার মধ্যে। আজ রমিতা ছ তাঁর একমাত্র উপন্যাস হলেও ছোটগল্প-নাটক-স্মৃতিচারণা-সমালোচনা সাহিত্যে তাঁর আরও ১৪টি গ্রন্থ আছে।



১৯৭৬-এ প্রথম নেপালিভাষী সাহিত্যিক হিসেবে সাহিত্য একাডেমী পুরস্কার পান ইন্দ্রবাহাদুর রাই, ‘নেপালি সাহিত্যকা আধারহরু’ (নেপালি সাহিত্যের ভিত্তিসমূহ) সমালোচনা গ্রন্থের জন্য। ইন্দ্রবাহাদুর রাই ১৯৭৮ থেকে ১৯৮৮ পর্যন্ত একাডেমীর পরিচালন সমিতি সদস্য এবং নেপালি ভাষার অ্যাডভাইসরি বোর্ডের আহ্বায়ক ছিলেন।

Showing the single result