• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

Suddhasatya Ghosh

জন্ম সত্তরের দশকে। বেড়ে ওঠা মফস্বল এবং কলকাতায়। নাটক এবং চলচ্চিত্রের সঙ্গে জড়িয়েছেন ছাত্রাবস্থাতে। লেখালিখির সূত্রপাতও সেই সময়। পড়াশোনা নাটক এবং মাস-কম্যুনিকেশন নিয়ে। চাকরী জীবন কেটেছে নানা গণমাধ্যমে অনুষ্ঠান নির্মাতা এবং সংবাদকর্মীরূপে। বর্তমানে লেখা, নাট্য এবং চলচ্চিত্রের সঙ্গে স্বেচ্ছাশ্রমীরূপে যুক্ত। নানা সংস্থায় নাট্য, চলচ্চিত্র, স্থিরচিত্র ইত্যাদি বিষয় আংশিক সময় আমন্ত্রিত শিক্ষকতা করেন। নানা লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন ছাড়াও দৈনিক, সাপ্তাহিক পত্রিকাদিতে নিয়মিত লেখেন। উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, কবিতা ইত্যাদি সব বিভাগেই স্বচ্ছন্দ। প্রকাশিত উপন্যাস রঙ্গমঞ্চ, ঘৃণার সীমান্তে, গঙ্গাহৃদি (প্রথম খণ্ড)। কবিতার বই, ভীষণ গোপনে বেঁচে আছি।প্রকাশিত হচ্ছে উপন্যাসমালা মহাভারত (প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ খণ্ড)।

Showing all 11 results