• Earn reward point, redeem on your next purchase JOIN US NOW

Munmun Gangopadhyay

ড. মুনমুন গঙ্গোপাধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর এবং বর্তমান বিভাগীয় প্রধান। তিনি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রচর্চা কেন্দ্রের ভারপ্রাপ্ত অধিকর্তা। মধ্যযুগের বাংলাসাহিত্য, নাট্যসাহিত্য ও রবীন্দ্রসাহিত্য তার আগ্রহের জায়গা। বহু পত্র-পত্রিকায় এই বিষয়কেন্দ্রিক তার অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। লেখিকার প্রকাশিত বইগুলি- “শ্রীকৃষ্ণকীর্তন পরিক্রমা’, ‘প্রাগাধুনিক বাংলা সাহিত্যে নাট্যপ্রসঙ্গ ও নাট্যোপাদান’, ‘কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল : জীবনবীক্ষার আলোকে’, ‘লোরচন্দ্রাণী ও সতীময়না : পুনর্বিচার’, ‘রবীন্দ্রনাথের মালিনী’ (সম্পাদিত), ‘শুভ জন্মদিন’, ‘নাচে জন্ম নাচে মৃত্যু’, ‘ঠাকুরবাড়ির দুই বধূ : নীপময়ী ও প্রফুল্লময়ী’, ‘অবনীন্দ্রনাথ : স্মৃতিসত্তার উজ্জ্বল উদ্ধার’ (সম্পাদিত)।

Showing all 2 results